কাশফুলেরা দুলছে হাওয়ায় বলছে শরৎ এলো
মর্ত্যলোকে দেবী এসে ভক্ত কূলে আশিষ ছুঁয়ে দিলো।
শিশির ভেজা শিউলি তলায় ফুল কুড়াতে এসে
হলদে বোঁটায় শুভ্র রূপ দেখি সবুজ ঘাসে।
শরৎকালে প্রকৃতিতে শুভ্রতারই খেলা
নীল আকাশে যাচ্ছে ভেসে সাদা মেঘের ভেলা।
একটু দূরে ওই শোনা যায় হেমন্তেরই গান
সুবাস ছড়ায় আধাপাকা হলদে সবুজ ধান।
বাংলা মায়ের প্রতি ঘরে নবান্নের উৎসব
পিঠাপুলির আনন্দে আজ উঠছে কলরব।
দাওয়ায় আছে শীতল পাটি একসাথে সব বসে
খাবো আরও ভাপা পিঠা ডুবিয়ে খেজুর রসে।
শুকনো পাতা ঝরবে পড়ে ফুটবে সবুজ পাতা
প্রকৃতির এই নিয়ম যেন আগমন শীত গাথা।
শরৎ, হেমন্ত, শীত, বসন্ত কাছা-কাছি সবার বাড়ি
বজ্রপাতে বাঁচতে লাগাই তাল গাছ সারি সারি।
ছোট্ট শহর ঘিঞ্জিতে বাস স্যাঁত- স্যাঁতে ওই বস্তিতে
শীত, গরম, বর্ষা ঋতু কখনও নাই স্বস্তিতে।
কুয়াশা চাদর জড়িয়ে শীত এসো না আমাদের গাঁয়
সোনারোদের উত্তাপ দিও উদোম শিশু আর নেতানো বুড়োর গায়।