প্রকৃতি আমায় বলল সেদিন নয়ন ভরা জলে
আমার সাথে করছ খেলা মৌন থাকি বলে।
ভুলে গিয়েছো তুমি অহংকারী মনুষ্যজাতি
শুধু তোমরা নয় আমার সন্তান,
পশু–পাখি, সহস্র বাঘ, হাতি
তৈরী হচ্ছে বহুতল, কাটছ বনভূমি
উপহারে তাই দিয়েছি বজ্র, ঝড়, সুনামি
ভুলে গিয়েছো সৃষ্টির নিয়ম ধ্বংস উম্মত্তরা
সবকিছু ধ্বংস হয়ে আমি হচ্ছি সারা।
বিজ্ঞানকে তোমরা করোনি সঠিক ব্যবহার,
তবে প্রকৃতি ওদের করাবেই নত স্বীকার।












