প্রকৃতির উল্লাসে সৃজনে

উজ্জ্বল সম্পু | বৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৯:১৯ পূর্বাহ্ণ

ঝমঝম মুষলধারে যখন বৃষ্টি নামে,

পাতার গায়ে জমে ওঠে আনন্দ,

নদী খেলে জলজ সুর,

মাটি খুলে দেয় নিজস্ব ঘ্রাণের প্রাচীন দুয়ার।

চাষার চোখে ঝিকমিকিয়ে ওঠে সম্ভাবনার আলো,

কাদামাটির ভেতরে বীজেরা ঘুম ভেঙে ডাকে,

কাঁচা সবুজের ভবিষ্যৎ যেন

বৃষ্টির প্রতিটি ফোঁটায় চুপিচুপি কথা বলে।

পাখিরা ছাউনি খোঁজে,

গাছেরা মাথা নিচু করে অভিজ্ঞান গ্রহণ করে,

আর প্রকৃতি

সে যেন তার নিজস্ব ভাষায় ঘোষণা দেয়:

আমিই সময়, আমিই বারিধারা, আমিই নতুন জন্ম।’

পূর্ববর্তী নিবন্ধমায়াবী চাঁদ, ভালোবাসা
পরবর্তী নিবন্ধএকাকীত্ব