প্রকাশ হলো ব্ল্যাক য্যাং’র ‘ফেরারি ফোক’

| সোমবার , ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ at ১১:০৩ পূর্বাহ্ণ

বাংলা হাইপ’ মুক্তির পর, নতুন গান ‘ফেরারি ফোক’ নিয়ে হাজির হলেন হলিউডের ‘এক্সট্র্যাকশন’খ্যাত আলোচিত বাংলাদেশী র‌্যাপার ব্ল্যাক য্যাং। নিজের কথায় গানটির সংগীতায়োজন করেছেন এম ও জি যি (লস অ্যাঞ্জেলেস)। এর মিক্স মাস্টার করেছেন আরডনিক্স। গানটির ভিডিও বাংলা হাইপ প্রডাকশন থেকে নির্মিত হয়েছে। ‘ফেরারি ফোক’ গানের মাধ্যমে হিংসা ও বিদ্বেষকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াকে তুলে ধরা হয়েছে। গানের একটি লাইনে বলা হয়েছে, ‘বাটপারি করলে উপরওয়ালা টিকায় রাখতো না’ যার মূল অর্থ হলো, মানুষ না জেনে অনেক কথাই বলে থাকে, তবে উপরওয়ালা আর সে জানে একজন আর্টিস্টের জীবন কেমন। খবর বাংলানিউজের।

নতুন গান নিয়ে ব্ল্যাক য্যাং বলেন, শুধুমাত্র বাংলাদেশই নয় বিশ্বের সকল র‌্যাপ ফ্যানদের জন্য আমার এই গান। একজন আর্টিস্টের জার্নি এই গানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আমার করা সপ্তম সিঙ্গেল গান ‘ফেরারি ফোক’। চাওয়া থাকবে বাকি গানগুলোর মতোই গানটিও ফ্যানদের প্রিয় হবে। এর আগে আমার শেষ গান ‘বাংলা হাইপ’ ২০২১ সালে মুক্তি পেয়েছিল।

‘ফেরারি ফোক’ গানটি ‘৯০ সালের এক নাটকের ছোট একটি গাওয়া সুর এবং ড্রামস বেস এর অনুপ্রেরণায় এক নতুন ধরনের সুরে করা হয়েছে, যা শুনতে শ্রুতিমধুর ও শ্রোতাদের মন মাতাবে বলেই আশাবাদী ব্ল্যাক য্যাং। গানের মূল দৃষ্টিভঙ্গি হলো দুটি ঐতিহ্যবাহী ধ্বনি, বাংলা উপজাতীয় গান এবং ড্রাম এবং বেসকে মিশ্রিত করা।

ফেরারি ফোক’ ব্ল্যাক য্যাংএর ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে, সেই সঙ্গে অডিওটি জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলিতে প্রকাশিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমুঘল সম্রাটদের দেখানো হচ্ছে খলনায়ক হিসেবে : নাসিরউদ্দিন শাহ
পরবর্তী নিবন্ধথামলো সুভাষের সুরেলা সফর