ঢাকাই সিনেমার পোস্টর বয় শাকিব খান। এবার ঈদে তার অভিনীত দুইটি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে। এরমধ্য এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমা প্রচারণা শুরু করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ‘গলুই’ সিনেমার ইউটিউব ও ফেসবুকে উন্মুক্ত হয় ছবির গান। এর নাম ‘তুই আমি দুই’। এস এ হক অলিকের লেখায় গানে কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল। গানের সুর সংগীত করেছেন ইমন সাহা। এরইমধ্যে আভাস মিলেছে এ গানটি মনে ধরেছে সিনেমাপ্রেমীদের।
অনেকদিন পর শাকিবের জন্য সিনেমায় গাইলেন এস এই টুটুল। এই জুটি একটা সময় সিনেমায় অনেক সুপারহিট গান উপহার দিয়েছে। অন্যদিকে এস আই টুটুলের জন্য ‘যায় দিন যায় একাকী’সহ বেশ কিছু হিট গান লিখেছেন এস এ হক অলিক। সেদিক থেকেও এই গানটি হিট করবে বলে প্রত্যাশা করছেন সিনেমাপ্রেমীরা। কিছুদিন আগেই প্রকাশ হয়েছে ‘গলুই’ সিনেমার টিজার। গ্রামীন প্রেক্ষাপটে প্রেমের গল্পের আভাস মিললো সেখানে। থাকবে ঐতিহ্যের ছোঁয়াও।
পিরিওডিক্যাল রোমান্টিক গল্পের ছবি ‘গলুই’ ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। প্রযোজক খোরশেদ আলম খসরু ছবিটি প্রযোজনা করছেন। তিনি জানান, সরকারি অনুদান ৬০ লাখ পেলেও গলুইয়ের বাজেট দুই কোটির কাছাকাছি। বাকি টাকা তিনি লগ্নী করে বড় আয়োজনে ছবির কাজ শেষ করছেন। পোস্ট প্রডাকশন হয়েছে ইন্ডিয়াতে। শাকিব খান ও পূজা চেরী ছাড়াও গলুই সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।