রিলিজ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ আইন সমিতির থিম সং ‘ইচ্ছে করে অ্যানেক্স ফিরে আবার পড়ি আইনে’। গানটি ‘ল টিউব’ নামক ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে। শুক্রবার সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক, ভুলতা, নারায়ণগঞ্জে আইন সমিতির গেট টুগেদারে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিচারপতি, বিচারক, আইনজীবী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। ওই সময় থিম সং পরিবেশন করেন শিল্পীরা। গানটি লিখেছেন আইন সমিতির সদস্য, কবি ও লেখক আখতারুজ্জামান আজাদ, আর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ। গানটিতে কণ্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ, আসিফ আকবর, আঁখি আলমগীর, কিশোর দাশ, মিজান মাহমুদ রাজীব ও নিশীতা বড়ুয়া। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী ও কামরুল হাসান ইমরান।