প্রকাশ পেল ফাহমিদা নবীর নতুন গান

| রবিবার , ২৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:২৭ পূর্বাহ্ণ

বৃষ্টি, অভিমান আর জমে থাকা কষ্টএই তিন অনুভূতি ঘিরে ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন’ শিরোনামের নতুন গান নিয়ে এসেছেন সংগীতশিল্পী ফাহমিদা নবী। খবর বিডিনিউজের। স্পৃহা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে শোনা যাচ্ছে গানটি। পাশাপাশি গানটি এসেছে দেশি ও আন্তর্জাতিক ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও। ‘বৃষ্টি তুমি ঝরছিলে সেদিন, ভীষণ অভিমানী করে, তুমি যেন গাইছিলে গান, বেদনায় অশ্রুর সুরে, তুমি কী জানো এখনো আমার চোখে, কতো বর্ষা আসে’এমন কথার গানগুলো লিখেছেন সোহেল আলম। গানের সুর ও সংগীতায়োজন করেছেন শেখ মোহাম্মদ রাজোয়ান, আর ভিডিও চিত্র করেছেন আরিফুর ইসলাম। গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, গানের কথাগুলো খুবই মর্মস্পর্শী। গাওয়ার সময় দারুণ ভালো লেগেছিল। আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন তেমনই একটা গান, গানটি যেহেতু প্রকাশ হল আশা করছি শ্রোতারা এটি শুনে ভিন্নরকম অনুভূতি পাবেন। ফাহমিদা নবী এখন নিয়মিত গান প্রকাশ করে যাচ্ছেন। ‘ফাহমিদা নবী’ নামের চ্যানেলটিতে গেল নভেম্বরে প্রকাশ পেয়েছে গান ‘সাত কাহন’, যে গানে সুর করেছেন শিল্পী নিজেই। এর আগে গেল অগাস্টে প্রকাশ্যে এসেছে শিল্পীর গান ‘মেঘলা আকাশ’। জুনে তিনি প্রকাশ করেছেন গজল আঙ্গিকের গান ‘একজন তুমি খুঁজছি’। জানুয়ারিতে এসেছিল শিল্পীর ‘কাছের মানুষ’ গান। আগামী বছরও নতুন কিছু গান প্রকাশ পাবে বলে জানিয়েছেন এই শিল্পী।

পূর্ববর্তী নিবন্ধজিয়া ভেটার্ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধডলির সঙ্গে কাজ হল অনেকদিন পর : আবুল হায়াত