ইতোমধ্যে বেশ কিছু গান একসঙ্গে গেয়েছেন ইমরান মাহমুদুল ও বাঁধন সরকার পূজা। তবে মাঝখানে একটা লম্বা বিরতি। হ্যাঁ, দীর্ঘদিন ধরে নতুন গান প্রকাশে দেখা যায়নি এই জুটিকে। এবার সেই অপেক্ষার অবসান হলো। নতুন গানচিত্র নিয়ে আবার ফিরছেন এই জুটি। এর শিরোনাম ‘ভালবেসে যে ভুলে যায়’। খবর বাংলানিউজের। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় গানটির সুর বেধেঁছেন মুহাম্মদ মিলন। সংগীতায়োজনে এমএমপি রনি। গানচিত্রটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। প্রেম, বিরহ, ভুল বোঝাবুঝি আর ভালোবাসার গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ভিডিওতে মডেল হয়েছেন সালহা খানম নাদিয়া এবং আশফাক রানা, আছে ইমরান-পূজার উপস্থিতিও। এ গান নিয়ে ইমরান বলেন, ‘অনেকদিন পর আমার সঙ্গে পূজার গান প্রকাশ হলো। গানের কথা, সুর ও সংগীত বেশ ভালো হয়েছে। ভিডিওতেও চমক আছে। আশা করছি, মুগ্ধ হবেন সবাই। ’