বাংলাদেশ এস্ট্রলজাস সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় শাখার অর্থ সম্পাদক জয়দেব আচার্য্য পিতা প্রকাশ আচার্য্য (৮২) গত ১৩ জানুয়ারি বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৩ পুত্র এক কন্যা সন্তান স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ এস্ট্রলজাস সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. মুহাম্মদ আনিসূল হক, মহাসচিব লায়ন ড. শ্রীরাম আচার্য, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যক্ষ ননী গোপাল আচার্য, নির্বাহী সভাপতি বিজয় শর্মা, মহাসচিব এস কে আচার্য শ্যামল, উত্তর হালিশহর আচার্য পাড়া মহাকালী নবগ্রহ মন্দির পুরোহিত পন্ডিত সি আর আচার্য, লায়ন রিমন কান্তি মুহুরী, সাধারণ সম্পাদক যুবরাজ আচার্য, অধ্যাপক শিপুল কুমার দে, উপদেষ্টা দুলাল বড়ুয়া, তুষার দাশ দোলন,অতিরিক্ত মহাসচিব দ্বিযরাজ আচার্য, লায়ন রিমন কান্তি মুহুরী, লায়ন শিল্পী আচার্য, পন্ডিত সুজন আচার্য, লায়ন দোলন আচার্য, পন্ডিত সি আর আচার্য, সুজিত আচার্য, জুয়েল আচার্য্য, তীর্থ আচার্য, কানুরাম আচার্য, মরনজিৎ আচার্য, প্রদীপ আচার্য, অধ্যাপক শ্রীমা আচার্য সহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।












