প্রকাশ্যে মাতলামি, যুবকের কারাদণ্ড

সীতাকুণ্ড প্রতিনিধি

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি করার দায়ে মো. ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২০০ টাকা জরিমানাও করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর সদরের মন্দির সড়ক সংলগ্ন রেললাইন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অ্যালকোহল পান করে মাতাল ওই যুবক মাতলামিসহ জনসাধারণের সাথে অশোভন আচরণ করছেন। এমন খবর পেয়ে মন্দির সড়কের রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে নেশাগ্রস্ত যুবককে ২০০ টাকা জরিমানার পাশাপাশি এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সীতাকুণ্ড থানার উপ পরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র পোদ্দার জানান, মাতাল ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়ার পর তাকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে গত বৃহস্পতিবার বিকালে জেল হাজতে প্রেরণ করেছেন তারা।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে পুকুরে নারীর লাশ
পরবর্তী নিবন্ধওড়িশী অ্যান্ড টেগোর ডান্স মুভমেন্টের সাত দিনের কর্মশালার সমাপনী