ধূমপান একটি অনৈতিক কাজ, যিনি নিয়মিত ধূমপান করেন তিনিও একবাক্যে একথা স্বীকার করেন। কিন্তু বদ অভ্যাসের কারণে এটা ছাড়তে পারে না। এটি পরিত্যাগ করার জন্য মনের ইচ্ছা শক্তিই যথেষ্ট। তারপরও যারা ধূমপান পরিত্যাগ করতে পারছে না তারা যাতে প্রকাশ্যে ধূমপান করতে না পারে তার জন্য প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাংলাদেশে আইন আছে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানা দিতে হবে। কিন্তু তার প্রয়োগ নেই বললেই চলে। আইনের যথাযথ প্রয়োগ করা ও সামাজিকভাবে সচেতনতা তৈরি করা গেলে প্রকাশ্যে ধূমপান থেকে ধূমপায়ীদের বিরত করা সম্ভব। ধূমপান বন্ধে ২০০৫ সালে প্রণিত আইন অনুযায়ী, প্রকাশ্যে ধূমপানের জরিমানা ধরা হয়েছিল ৫০টাকা। কিন্তু পরে ২০১৩ সালে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের সংশোধনী এনে জনসমাগমস্থলে ধূমপানের শাস্তির অর্থ ৫০ থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হয়। কিন্তু আইন না জানা ও ভাঙায় অভ্যস্ত লোকজনের অবস্থা তাতে বদলায়নি এতটুকু। প্রকাশ্যে ধূমপান পরিহার করার জন্য প্রচার প্রচারণাসহ বাস্তবমূখী পদক্ষেপ গ্রহণ করা অতীব জরুরি, এতদবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন করছি।
মোহাম্মদ বদিউর রহমান
দ. মধ্যম হালিশহর, ৩৮নং ওয়ার্ড,
বন্দর, চট্টগ্রাম।