প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে দোকান কর্মচারীকে জখম

পাঁচলাইশে দুইজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩১ পূর্বাহ্ণ

একটি ধারালো চাপাতিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পাঁচলাইশ থানার হিলভিউ রহমান নগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. জুলহাস (১৯) ও মো. শাহীন আলম (১৯)

পুলিশ জানিয়েছে, গত বুধবার রাত ১০টার দিকে আতুরারডিপো পেয়াজু গলিস্থ আজিজ মার্কেটের মুখে একটি কাপড়ের দোকানের কর্মচারী মো. আকাশকে (২২) চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে

মো. জুলহাস ও মো. শাহীন আলম। হত্যার উদ্দেশ্যে তাকে প্রকাশ্যে কুপিয়ে ডান হাতের কবজি, বাম পায়ের হাটু ও পিটের ডান পাশের উপরের অংশে গুরুতর জখম করে। ভুক্তভোগী আকাশের চিৎকারে আশেপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে আসলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর স্থানীয় লোকজন ভুক্তভোগী আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। চমেকের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য আকাশকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলেন। বর্তমানে তিনি ঢাকা পঙ্গু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার পরিবার থানায় মামলা করে।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আসামি মো. জুলহাস ও মো. শাহীন আলমকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের থেকে একটি ধারালো চাপাতি জব্দ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনাফ থেকে ১৯ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
পরবর্তী নিবন্ধনোয়াপাড়ায় যুবলীগকর্মী হাসান হত্যা, জড়িত সন্দেহে আটক ২