প্রকাশ্যে ‘আদম’র ট্রেলার, মুক্তি ঈদে

| মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

আশির দশকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের গ্রামীণ জনপদে ঘটে যাওয়া কঠিন বাস্তবতা আর জীবনবোধের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘আদম’। সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা আবু তাওহীদ হিরণ। সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মিস বাংলাদেশখ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী ও স্বপ্নজালখ্যাত ইয়াশ রোহান। গত রোবরাব ‘আদম’ সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়। মুক্তির বিষয়ে জানতে নির্মাতার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার স্বপ্নের প্রজেক্ট ‘আদম’। নানা কারণে ছবিটি মুক্তি দিতে দেরি হয়েছে। এবার সব কাজ গুছিয়ে এনেছি। তাই রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে চাই। ‘আদম’ সিনেমাটি গেল বছরের নভেম্বরে সেন্সর বোর্ড থেকে মুক্তির জন্য আনকাট ছাড়পত্র পায়।

সেন্সর বোর্ডের সদস্যরা ছবিটির ব্যাপক প্রশংসা করেছেন বলেও দাবি করেন পরিচালক হিরণ। ‘আদম’ সিনেমাটি ইয়াশ ও ঐশী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন বরেণ্য অভিনয়শিল্পী রাইসুল ইসলাম আসাদ, রঙ্গন হৃদ্য, অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, প্রাণ রায়, মনিরা মিঠু, সুমনা সোমা, আফফান মিতুল, ইকবাল হোসেন ও মিলন ভট্টাচার্য। সিনেমাটি প্রযোজনা করেছে ‘টি.এইচ.আর মিডিয়া হাউজ’।

পূর্ববর্তী নিবন্ধকাঁচা বাদাম খ্যাত ভুবন এবার অভিনেতা
পরবর্তী নিবন্ধলংগদুতে বজ্রপাতে যুবকের মৃত্যু