জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে মহেশখালীতে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র নিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা কালে এক যুবককে গ্রেফতার করেছে। গতকাল বেলা ১টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ফকিরাঘোনা এলাকা থেকে সাহাব উদ্দিন (২৩) নামের ওই যুবককে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করে পুলিশ।
মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী জানিয়েছেন, পুলিশ ৯৯৯ এর মাধ্যমে খবর পায়–বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরা ঘোনা এলাকার মোহাম্মদ আরিফের মুদির দোকানে এক যুবক অস্ত্রসহ বসে আছেন। এমন খবর পেয়ে পুলিশ ওই স্থান থেকে শাহাব উদ্দিনকে গ্রেফতার করে। শাহাব উদ্দিন পশ্চিম ফকিরাঘোনা চানমিয়া পাড়ার আব্দুর রহিম এর পুত্র। পুলিশ জানিয়েছে, উপস্থিত জনগণের সম্মুখে শাহাব উদ্দিন স্বীকার করেন যে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি তার নিজের।