প্রকাশিত হলো ‘চার ছক্কা মারো’

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপে মেতে আছে বিশ্ব। বাছাই পর্ব অতিক্রম করে এরই মধ্যে বিশ্বকাপের মূল পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশকে উৎসাহ দিতে প্রকাশ পেয়েছে নতুন গান ‘চার ছক্কা মারো’। খবর বাংলানিউজের। বিশেষ এই গানটি প্রকাশ পেয়েছে নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে। ‘দেখার মতো মারো/ নিজের খাতায় যোগ করে নাও/ দু’চারটে রান আরও/ হাত খুলে মারো/ চার ছক্কা মারো/ মন খুলে মারো/ বাড়বে রান আরও/ যেন বাংলাদেশ জেতে আরও!’্তএমন অনবদ্য কথাগুলো লিখেছেন গীতিকবি জুলফিকার রাসেল। গানটিতে কণ্ঠ মিলিয়েছেন বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন, দিলশাদ নাহার কণা ও টিনা রাসেল। সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। এ প্রসঙ্গে এই সংগীত পরিচালক বলেন, জুলফিকার রাসেল আমার অনেক পছন্দের একজন গীতিকবি। এই গানটি লিরিক প্রধান। আর আমি ছাড়া যে তিন জন গেয়েছেন, তারাও অসাধারণ শিল্পী। কাজটা দারুণ হয়েছে। আমার বিশ্বাস, এই গানটির রেশ ধরে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা এবং ক্রিকেটপ্রেমীরা আরও উজ্জীবিত হবেন।

পূর্ববর্তী নিবন্ধসালমা এখন ব্যারিস্টারের বউ
পরবর্তী নিবন্ধ১৫০ পর্বে ‘জমিদার বাড়ি’