দৈনিক আজাদীতে গতকাল ২৩ মার্চ ‘পেট্রোল পাম্প থেকে তেল না কেনায় কোম্পানির গাড়ির ডিপোতে হামলা’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজী মোহাম্মদ সাইফুল আলম। তিনি বলেন, তার মালিকানাধীন পেট্রোল পাম্প বড়তাকিয়া ফিলিং স্টেশন থেকে হামিম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেড জালানি তেল না কেনায় সদলবলে কোম্পানির গাড়ির ডিপোতে হামলা চালানোর যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা ও বিভ্রান্তিকর।
তিনি বলেন, প্রকৃত ঘটনা হচ্ছে, উক্ত মডার্ন কার্গো ক্যারিয়ার লিমিটেড অন্যায়ভাবে প্ররোচিত ও প্রভাবিত হয়ে আমার দীর্ঘদিনের তেল (ডিজেল) ব্যবসার সুনাম ক্ষুন্ন করার জন্য মিথ্যা অজুহাত দিয়ে আমার মালিকানাধীন বড়তাকিয়া ফিলিং স্টেশন থেকে দুইমাস আগে তেল নেওয়া বন্ধ করে দেয়। এতে আমার ব্যবসার বিরাট ক্ষতির সম্মুখীন হয়। উক্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে ভুলবুঝাবুঝির কারণে সামান্য কথা কাটাকাটি হয়। আমি উক্ত মর্ডান কার্গো ক্যারিয়ার লিমিটেডের গাড়ির ডিপোতে ভাংচুর কিংবা হামলায় কোনোভাবেই জড়িত নয়।