প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| বুধবার , ৬ নভেম্বর, ২০২৪ at ১০:৫২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর গত ৩ নভেম্বর সংখ্যায় ‘ডেইরি ফার্মের আড়ালে কাটা হচ্ছে পাহাড় : নগরীর ফয়’স লেকসহ বিভিন্ন এলাকায় পাহাড় কাটা চলছেই, ক্রাশ প্রোগ্রাম ছাড়া পাহাড়খেকোদের দমানো যাবে না : পরিবেশ অধিদপ্তর’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহাম্মদ আলতাফ হোসেন। প্রকাশিত সংবাদকে ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত আখ্যায়িত করেন তিনি।

তিনি দাবি করেন, গত মাসের ভারী বর্ষণে ঢলের কারণে পাহাড়ের একটি বড় অংশ ডেইরি ফার্ম সুরক্ষাকারী প্রাচীরের উপরে ভেঙে পড়ে। এতে ফাটল সৃষ্টি হয়। প্রাচীর ধস রোধে এবং ডেইরি ফার্মে থাকা গাভী ও বাছুরের জীবন রক্ষায় ধসে পড়া মাটি সরিয়ে পুনঃধস ঠেকাতে কিছু অংশ ড্রেসিং করে দেওয়া হয়।

একটি পক্ষ ভুয়া খবর তৈরি করে তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে দাবি করে তিনি বলেন, এতে আমি সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি। বিষয়টির আরো গভীর অনুসন্ধান করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।

প্রতিবেদকের বক্তব্য : সংবাদটি প্রকাশের আগে আজাদীর সংশ্লিষ্ট প্রতিবেদক পাহাড় কাটার ব্যাপারে মোহাম্মদ আলতাফ হোসেনের সাথে কথা বলেছেন। পাহাড় কাটার ব্যাপারে তিনি ওইদিন যে বক্তব্য দিয়েছিলেন তার পুরোটাই সংবাদে ছাপানো হয়েছে। লেকভিউ আবাসিক এলাকায় নির্বিচারে পাহাড় কাটা সরেজমিনে দেখার পাশাপাশি নানাজনের সাথে কথা বলে সংবাদটি প্রকাশ করা হয়েছে। কাউকে হেয় করার জন্য সংবাদটি প্রকাশ করা হয়নি। ইতোমধ্যে আকবরশাহ থানা পুলিশ লেকভিউ আবাসিক এলাকায় পাহাড় কাটার প্রমাণ পেয়ে নিজেরা বাদী হয়ে মামলা করেছে। দুজনকে গ্রেপ্তারও করেছে।

পূর্ববর্তী নিবন্ধবলুয়ারদিঘি খানকার খাদেম আবুল বশরের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধচুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালা