দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘ডব্লিউটিসি ও আইভোয়াকের মধ্যে সমঝোতার উদ্যোগ’ শীর্ষক গতকাল প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছে ইনল্যান্ড ভেসেল ওনার্স এসোসিয়েশন অব চিটাগাং (আইভোয়াক)। সংগঠনের মুখপাত্র পারভেজ আহমদ স্বাক্ষরিত প্রতিবাদলিপিতে বলা হয়েছে, প্রকাশিত সংবাদটি সাধারণ সদস্যদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে।
প্রকৃতপক্ষে ১৬ই জানুয়ারি মার্কেন্টাইল মেরিন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফিসারের সভাপতিত্বে যে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে ডব্লিউটিসির কোনো প্রতিনিধি ছিলেন না। বৈঠকটি হয় ‘বিসিভোয়া’ ‘কোয়াব’ এবং ‘আইভোয়াক’ কর্তৃক মনোনীত মনিটরিং কমিটির সদস্য এবং ওয়াটার ট্রান্সপোর্ট পণ্যের এজেন্টদের সাথে। ডব্লিউটিসির অপকর্মের কারণে আইভোয়াক ওই ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে বের হয়ে আসে। তাদের সাথে কোন ধরনের সমঝোতা হতে পারে না বলে উল্লেখ করে বলা হয়েছে যে, ডব্লিউটিসির সাথে কোন সমঝোতার উদ্যোগে আইভোয়াক থাকবে না।










