দৈনিক আজাদীর গত ২১ সেপ্টেম্বর সংখ্যায় ‘জঙ্গল সলিমপুরে অস্ত্রসহ দুই যুবদল নেতা গ্রেপ্তার’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ফজলুল করিম চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাহাব উদ্দিন রাজু। প্রকাশিত সংবাদে গ্রেপ্তারকৃত রাসেলকে জঙ্গল সলিমপুর ছিন্নমূল ওয়ার্ড যুবদলের সভাপতি এবং মোহাম্মদ শাহ আলম প্রকাশ টুটুলকে সহ–সভাপতি হিসেবে উল্লেখ করা হলেও প্রকৃতপক্ষে এই নামে কেউ সাত সদস্যের যুবদলের ওই কমিটিতে নেই বলে দাবি করেছেন। প্রতিবাদপত্রে বলা হয়েছে, জঙ্গল সলিমপুর ছিন্নমূল ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন এবং সহ সভাপতি মোহাম্মদ আলমগীর।