‘কোল্ড স্টোরেজে ২৫ হাজার কেজি জাটকা জব্দ, জরিমানা’ শিরোনামে গত ২১ মে দৈনিক আজাদীতে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে এ. কে খান এন্ড কোম্পানি লিমিটেড। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মেসার্স রেশমী ফিশ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠান চুক্তি ভিত্তিতে এ. কে খান এন্ড কোম্পানি লিমিটেডের একটি হিমাগার ভাড়া নিয়ে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিভিন্ন প্রকার মাছ সংরক্ষণ এবং পরিচালনা করে আসছে। চুক্তির শর্ত অনুযায়ী, হিমাগারটি সম্পূর্ণরূপে ভাড়াটিয়া মেসার্স রেশমী ফিশ ট্রেডার্সের নিয়ন্ত্রণাধীন থাকাকালীন গত ২০ মে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জাটকা ইলিশ জব্দ করা হয়।
প্রতিবাদলিপিতে আরো বলা হয়েছে, হিমাগারটি বহুদিন যাবৎ সাধারণ জনগণের কাছে এ. কে খান কোল্ড স্টোরেজ নামে পরিচিত বিধায় জাটকা ইলিশ জব্দ করার ঘটনায়ও এ কে খান এন্ড কোম্পানি লিমিটেড জড়িত মর্মে ‘ভুলভাবে’ সংবাদ প্রকাশিত হয়। মূলত এ. কে খান এন্ড কোম্পানি কোনো রকম মাছ ধরা বা সংরক্ষণের ব্যবসার সাথে সম্পৃক্ত নয়। এই বেআইনি কাজের সম্পূর্ণ দায়–দায়িত্ব রেশমী ফিশ ট্রেডার্সের।
প্রতিবেদকের বক্তব্য : অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেওয়া তথ্যের ভিত্তিতে সংবাদটি পরিবেশন করা হয়। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।