প্রকাশিত সংবাদ প্রসঙ্গে

| মঙ্গলবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী পত্রিকায় গত ১৩ ফেব্রুয়ারি ‘পৌর কার্যালয়ে নারী সাংবাদিককে হত্যার হুমকি’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নাছের আলী। এক প্রতিবাদ লিপিতে তিনি উল্লেখ করেছেন, পৌরসভার কোনো সংবাদ প্রকাশ করলে বিবস্ত্র করে মারধর ও হত্যার হুমকির বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোনো বাক্য উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, সংবাদটি থানায় করা জিডির ভিত্তিতে করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।

পূর্ববর্তী নিবন্ধলায়নদের দায়িত্ব পালনে বিনয়ী ও শ্রদ্ধাশীল হতে হবে
পরবর্তী নিবন্ধমাকে ‘অপহরণের নাটক’ মরিয়ম মান্নানের শাস্তির সুপারিশ