প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লি.

| শনিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৪ at ৮:৫২ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীতে গত ৫ সেপ্টেম্বর ‘সদস্যদের স্বার্থ ক্ষুণ্ন করে অনিয়ম’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে ‘দি চিটাগাং কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লি.’। প্রতিবাদলিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদটি ভিত্তিহীন। ব্যবস্থাপনা কমিটি সদস্যদের স্বার্থে তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছে। তাই সদস্যদের স্বার্থ ক্ষুণ্ন হওয়া কিংবা সোসাইটি দেউলিয়া হওয়ার অভিযোগ সঠিক নয়।

ব্যবস্থাপনা কমিটি সমবায় অফিসের শুনানিতে উপস্থিত হননি তথ্যটি সঠিক নয় দাবি করে বলা হয়, সহসভাপতি এবং সম্পাদকসহ ছয় সদস্য ২ সেপ্টেম্বর জেলা সমবায় অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ব্যবস্থাপনা কমিটির কয়েকেজন সদস্য দেশের বাইরে থাকার কথা উল্লেখ করে শুনানির জন্য এক মাস সময় বৃদ্ধির আবেদন করে, যা সমবায় অফিসার গ্রহণ করেছেন। এছাড়া বড় দীঘি প্রকল্পে অনিয়ম, সদস্যদের লাভ হতে বঞ্চিত করা, ফ্ল্যাট বরাদ্দ বাবদ প্রাপ্ত আয় সমিতির হিসাব বিবরণীতে প্রদর্শন না করা, কোষাধ্যক্ষের ব্যক্তিগত একটি মামলার খরচ সমিতির তহবিল থেকে জমা করার অভিযোগ সঠিক নয় বলেও প্রতিবাদলিপিতে দাবি করা হয়।

প্রতিবেদকের বক্তব্য :

প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ছিল না। জেলা সমবায় অফিসের নোটিশ ও অডিট রিপোর্ট এবং সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। কাজেই সুনির্দিষ্ট দাপ্তরিক নথির উপর ভিত্তি করে প্রকাশিত প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলা যাবে না।

প্রতিবেদনে উল্লেখিত ‘সদস্যদের স্বার্থ ক্ষুণ্ন এবং দেউলিয়া’ হওয়ার উপক্রম’ হওয়ার বিষয়টিও জেলা সমবায় অফিসের নোটিশে উল্লেখ রয়েছে। ২০ আগস্ট এবং ৪ সেপ্টেম্বর জেলা সমবায় অফিস কর্তৃক সোসাইটির ব্যবস্থাপনা কমিটিকে দেয়া পৃথক দুটি নোটিশে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘সোসাইটির সাধারণ সদস্যদের স্বার্থ ক্ষণ্ন্ন হচ্ছে এবং সোসাইটি দেউলিয়া হওয়ার উপক্রম হচ্ছে’।

প্রতিবাদ লিপিতে ‘ব্যবস্থাপনা কমিটি সমবায় অফিসের শুনানিতে উপস্থিত হননি তথ্যটি সঠিক নয়’ দাবি করা হলেও ৪ সেপ্টেম্বর জেলা সমবায় অফিস কর্তৃক সোসাটির ব্যবস্থাপনা কমিটিকে দেয়া নোটিশ এর তথ্য বলছে ভিন্ন কথা। নোটিশে স্পষ্টভাবে বলা হয়, সোসাইটির ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত শুননিতে উপস্থিত হননি।

এছাড়া আজাদীর প্রতিবেদনে সোসাইটির বড় দীঘি প্রকল্পে অনিয়ম, সদস্যদের লাভ হতে বঞ্চিত করা, ফ্ল্যাট বরাদ্দ বাবদ প্রাপ্ত আয় সমিতির হিসাব বিবরণীতে প্রদর্শন না করা ও কোষাধ্যক্ষের ব্যক্তিগত মামলার খরচ সমিতির তহবিল থেকে জমা করার যে তথ্য উল্লেখ করা হয় সেটাও প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য ছিল না। বরং ২০ আগস্ট জেলা সমবায় অফিস থেকে যে নোটিশ সোসাইটির ব্যবস্থাপনা কমিটিকে দেয়া হয় সেখানে এসব অভিযোগ উত্থাপন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া সাতগাছিয়া দরবারে জশনে জুলুসে ঈদে মিলাদু্‌ন্নবী
পরবর্তী নিবন্ধবন্যার্তদের মাঝে জিরি জনকল্যাণ সংঘের খাদ্য ও ঔষধ বিতরণ