১ ডিসেম্বর দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত ‘কাপ্তাই রাস্তার মাথায় দু’গ্রুপে সংঘর্ষ, ফাঁকা গুলি, আধ ঘন্টা যান চলাচল বন্ধ, টেক্সির চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বের জের’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মোহরা ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজিম উদ্দিন চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন খান মাসুক। প্রকাশিত প্রতিবেদনে মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনকে নিয়ে যে সংবাদ প্রকাশ পেয়েছে তা মিথ্যা এবং ঘটনার সাথে জসিম উদ্দিন কোনভাবেই জড়িত নয় দাবি করেন আওয়ামী লীগের এ দুই নেতা। প্রতিবাদলিপিতে তারা কাপ্তাই রাস্তার মাথায় চাঁদাবাজি বন্ধ করার লক্ষ্যে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবেদকের বক্তব্য: পুলিশ, স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উভয়পক্ষের লোকজনের বক্তব্য সহকারে প্রতিবেদনটি প্রকাশিত হয়। দৈনিক আজাদীর পক্ষ থেকে যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিনের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি সোমবার সংঘর্ষের ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়ে মূল বক্তব্য এড়িয়ে যান। প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোন মন্তব্য প্রকাশ হয়নি।