গত ৭ জানুয়ারি দৈনিক আজাদী পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় ‘আল্লামা ছালেহ জহর ওয়াজেদীর (রহ.) ওরশ ১৫ জানুয়ারি’ শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ওয়াজেদিয়া দরবার শরীফ ইন্তেজামিয়া কমিটির নেতৃবৃন্দ।
প্রতিবাদ লিপিতে বলা হয়, প্রকাশিত সংবাদে ওয়াজেদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হিসেবে জনৈক মাওলানা মুহাম্মদ ইয়াসিন ওয়াজেদীর নাম উল্লেখ করা হয়েছে, যা অনৈতিক, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, বর্তমানে ওয়াজেদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন হিসাবে হযরত মাওলানা জাহেদ হোসেন খান দায়িত্ব পালন করে যাচ্ছেন। কথিত মাওলানা মুহাম্মাদ ইয়াসিন ওয়াজেদীর ওয়াজেদিয়া দরবার শরীফের সাথে কোন প্রকার ন্যূনতম সম্পর্ক নেই। তার পিতা ছালহ জহুর একসময় অত্র মাদরাসার ছাত্র ছিলেন। সেই সুবাদে মুহাম্মদ ইয়াছিন হীনস্বার্থ চরিতার্থের উদ্দেশ্যে নিজেকে ওয়াজেদিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন বলে পত্রিকায় মিথ্যা তথ্য প্রকাশ করেছেন যা আইনত দণ্ডনীয় অপরাধ। প্রেস বিজ্ঞপ্তি।