দৈনিক আজাদীর শেষ পৃষ্ঠায় গতকাল প্রকাশিত ‘টাইপিস্ট থেকে কোম্পানি সচিব, তিন বছরে তিন পদোন্নতি, অডিট বিভাগের প্রধান থাকাকালে যত অনিয়ম’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) মো. হায়দার আলী ফকির। প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, ২০১২-১৩ থেকে ২০১৭-১৮ অর্থবছর পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের নিরীক্ষা বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন না। তিনি ২০১৯ সালের ২৫ জুলাই নিরীক্ষা প্রধানের দায়িত্ব পান। কোম্পানির প্রচলিত নিয়ম অনুসরণ করে তাকে পদোন্নতি দেওয়া হয় এবং তার চেয়েও কম সময়ে অন্য অনেক কর্মকর্তা পদোন্নতি পান বলে তিনি বলেন। তাছাড়া গ্রামের বাড়ি বিক্রি, প্রভিডেন্ট ফান্ড লোন, গৃণ নির্মাণ ঋণ, বিশেষ ঋণ এবং এনআরবি ব্যাংক থেকে ঋণ নিয়ে প্রান্তিক নামের বাড়িটি কিনেছেন বলে দাবি করেন।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত প্রতিবেদনে নিয়ম ভেঙে পদোন্নতি, স্ত্রী ও নিকটাত্মীয়ের নামে ডিলারশিপ নেওয়ার যাবতীয় ডকুমেন্ট আজাদীর কাছে সংরক্ষিত রয়েছে। তাছাড়া ২০১৫-১৬ অর্থবছর শেষে অডিট বিভাগের ম্যানেজার মোশাররফ হোসেনকে অন্যত্র বদলি করে দেওয়ার পর থেকে বিভাগের সেকেন্ড ম্যান হিসেবে সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) হায়দার আলী ফকির অডিট বিভাগের যাবতীয় দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে সহকারী ব্যবস্থাপক (নিরীক্ষা) হিসেবে পদোন্নতি প্রাপ্ত পান। প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত নেই।