গত ১৬ অক্টোবর শুক্রবার দৈনিক আজাদীর ৩য় পৃষ্ঠার ৪র্থ কলামে প্রকাশিত ‘লটারি ছাড়াই ৩ কোটি টাকার কাজ পেল আওয়ামী লীগ নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মেসার্স শরমিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সমপাদক মো. শাহাদাত হোসেন। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন সংশ্লিষ্ট দপ্তরের যাবতীয় নিয়ম মেনেই তার ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারকার্যে অংশ গ্রহণ করে এবং লটারিতে জিতে কাজ পান। এখানে নিয়মের কোন ব্যত্যয় ঘটেনি। তার বিরুদ্ধাচারণকারীরা রাজনৈতিকভাবে তাকে হেয় করার মানসে এ সংবাদ পরিবেশন করেছে দাবি করে তা প্রত্যাহারের দাবি জানান তিনি। প্রতিবেদকের বক্তব্য ঃ টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়া অন্যান্য ঠিকাদার ও মেয়রের বক্তব্যই সংবাদে প্রতিফলিত হয়েছে। প্রতিবেদকের নিজস্ব কোন বক্তব্য এতে নেই।