গত ১৯ জুন দৈনিক আজাদীর ৮ম পৃষ্ঠায় ‘লোহাগাড়ার পদুয়া/ইজারায় এক খাল, বালু উত্তোলন অন্য খালে!’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন ইজারাদার মো. ইমতিয়াজ ফারুকী। তার পক্ষে প্রেরিত প্রতিবাদ লিপিতে তার আইনজীবী জানান, তার মক্কেল লোহাগাড়া উপজেলার জামছড়ি বালুমহালের বৈধ ইজারাধারী প্রতিষ্ঠান ই.এম.ফিস এন্টারপ্রাইজের কর্ণধার। তিনি সরকারি সকল বিধি ও নিয়মকানুন মেনে বালু উত্তোলন করছেন। এছাড়া সংবাদ প্রকাশের পর ওইদিনই (১৯ জুন) বিকেলে লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে বালুমহাল পরিদর্শন করেন এবং কোনো ধরনের ‘অনিয়ম’ তিনি দেখতে পাননি বলে প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়।
প্রতিবেদকের বক্তব্য : প্রকাশিত প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। সরেজমিনে ঘটনাস্থলে গেলে উপস্থিত প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দার অভিযোগের কথা প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রতিবেদনে ইজাদারের বক্তব্যও রয়েছে।