প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ

| সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস এসোসিয়েশনের (বিএসবিওএ) আসন্ন নির্বাচন ও এসোসিয়েশন কার্যালয়ের বিষয়ে গত শনিবার দৈনিক আজাদীর প্রথম পৃষ্ঠায় ‘বিএসবিওএ কার্যালয়ে সন্ত্রাসী মহড়া, তালা : নির্বাচন নিয়ে বিরোধ, কার্যক্রম বন্ধ’ শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এ এইচএম মনজুর আলম, প্রথম ভাইস চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মোমিন ও পরিচালক প্রার্থীদের পক্ষে মশিউল আলম স্বপন।

গতকাল তারা বলেছেন, ১২ নভেম্বর মনোনয়ন ফরম জমাদানের শেষ দিনে এসোসিয়েশনের অফিস দখলের চেষ্টা করার খবরটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এসোসিয়েশন কার্যালয়ে কারা তালা দিয়েছে তা সিসিটিভির ফুটেজে সংরক্ষিত থাকার কথা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান নেতৃবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানের কাগতিয়া মাইজপাড়ায় গাউছুল আজম মুনিরী (রাঃ) তাহফিজুল কোরআন মাদ্রাসার অভিভাবক সমাবেশ
পরবর্তী নিবন্ধখাজা গরীবে নেওয়াজের বদান্যতায় উপমহাদেশে ইসলাম ধর্মের সূচনা ঘটে