প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ

| বৃহস্পতিবার , ১ আগস্ট, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর ৩১ জুলাই সংখ্যার প্রথম পৃষ্ঠায় ‘চাক্তাইখাতুনগঞ্জে ব্যবসায় সংকট : পাওনাদারদের ৩শ কোটি টাকা না দিয়ে ছয় ব্যবসায়ীর গা ঢাকা’ শিরোনামে প্রকাশিত সংবাদের অংশবিশেষের প্রতিবাদ জানিয়েছেন খাতুনগঞ্জের ব্যবসায়ী জোহাদিয়া ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ ফোরকান এবং এস কে ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ কফিল উদ্দিন।

গতকাল জোহাদিয়া ট্রেডিংয়ের মালিক মোহাম্মদ ফোরকান দৈনিক আজাদী কার্যালয়ে এসে বলেন, প্রকাশিত সংবাদে আমার দীর্ঘদিনের ব্যবসায়িক এবং সামাজিক সুনামহানি হয়েছে। খাতুনগঞ্জে আমার কাছে তেমন কেউ টাকা পাবে না। আমি গা ঢাকার দেয়ার প্রশ্নই আসে না। আমি প্রতিদিন খাতুনগঞ্জে যাচ্ছি, ব্যবসা করছি। লেনদেনের কারণে কিছু কিছু পাওনাদার যেমন রয়েছেন, তেমনি আমিও মানুষের কাছে টাকা পাব। তিনি প্রতিদিনই অফিস করছেন এবং তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাবতীয় কার্যক্রম চালু রয়েছে বলে দাবি করেন। কেউ ষড়যন্ত্রমুলকভাবে তার নামে এমন প্রচারণা চালিয়েছে বলেও তিনি দাবি করেন এবং দোষীদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করবেন বলে জানান।

অপরদিকে এক বিজ্ঞপ্তিতে মোহাম্মদ কফিল উদ্দিন বলেন, ব্যবসায়িক লেনদেনে আমার কাছে কিছু মানুষের টাকা পাওনা আছে। ঠিক তেমনি আমারও প্রচুর টাকা বিভিন্নজনের কাছে আটকা আছে। লেনদেনের কারণে কিছু বকেয়া থাকলেও খাতুনগঞ্জ থেকে পালিয়ে যাইনি। খাতুনগঞ্জেই আছি এবং পাওনাদারদের সাথে নিয়মিত কথাবার্তা বলছি। যাদের কাছে আমার টাকা আটকা আছে তাদের কাছ থেকে টাকা উদ্ধারের চেষ্টা করছি।

তিনি বলেন, ৪ জুন পালিয়ে যাওয়া নুর ট্রেডিংয়ের মালিক নাজিম উদ্দিনের প্রতারণার শিকার হয়ে আমি মানসিকভাবে বিধ্বস্ত। পাওনা টাকা উদ্ধার এবং আমার কাছে যারা টাকা পাবেন তাদের টাকা পরিশোধের চেষ্টা করছি।

প্রকাশিত সংবাদে উক্ত দুজনের কাছে পাওনা টাকার যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেন তারা। তারা পাওনাদারদের আশ্বস্ত করে বলেন, টাকা মেরে দিয়ে গা ঢাকা দেওয়ার প্রশ্নই উঠে না। ব্যবসায়িক লেনদেন একটি স্বাভাবিক বিষয়। পাওনাদারদের টাকা পরিশোধ করা হবে।

প্রতিবেদকের বক্তব্য : খাতুনগঞ্জের একাধিক ব্যবসায়ী দৈনিক আজাদী কার্যালয়ে এসে লিখিতভাবে অভিযোগ করার পর সংশ্লিষ্টদের সাথে কথা বলে সংবাদটি প্রকাশ করা হয়েছে। উপরোক্ত ব্যবসায়ীদের বক্তব্য নেওয়ার জন্য তাদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তখন তাদের ফোন বন্ধ পাওয়া যায়।

পূর্ববর্তী নিবন্ধসংকট উত্তরণে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে রয়েছে
পরবর্তী নিবন্ধসরবরাহ সংকটের অজুহাত, ফের বাড়ল ডিমের দাম