প্রকল্প কাজ শেষ হলে পারকি হবে নান্দনিক পর্যটন কেন্দ্র

উন্নয়ন কাজ পরিদর্শনকালে পর্যটন প্রতিমন্ত্রী

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ মার্চ, ২০২১ at ৭:১৫ পূর্বাহ্ণ

বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, দেশের পর্যটন শিল্পে পারকি সৈকতের গুরুত্ব অপরিসীম। সম্ভবনাময় জনপ্রিয় এ সৈকতকে নান্দনিক রূপে গড়ে তুলতে বর্তমান সরকার পর্যটন মন্ত্রণালয়ের অধীনে ১৩.৩৩ একর জমিতে ৭৯ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করে যাচ্ছেন। আগামী ২০২২ অর্থ বছরে এ প্রকল্পের কাজ শেষ হলে পারকি হবে এ অঞ্চলের পর্যটন প্রেমীদের আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। গতকাল বুধবার বিকালে আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সরকার পর্যটন শিল্পকে প্রসারিত করতে বহুমূখী প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় পারকি সৈকতের উন্নয়ন কাজ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগকারীদেরও এগিয়ে আসার আহবান জানান তিনি। এসময় পারকি সৈকতে আটকে পড়া জাহাজের কারণে সৈকতের সৌন্দর্য্য বিনষ্ট হওয়ার বিষয়ে স্থানীয়রা প্রতিমন্ত্রীকে অবহিত করলে তিনি আটকে পড়া ক্রিস্টাল গোল্ড জাহাজটি সরানোর উদ্যোগ নেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহিত মেগা প্রকল্পের মধ্যে পারকির সৈকতের উন্নয়নের জন্য গৃহিত প্রকল্পটিও রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ পর্যটন কর্পোরেশন প্রতিষ্ঠা করেছিলেন। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নে বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশে রূপ দিয়েছেন। এটি আমাদের জন্য বড় পাওয়া। সারাবিশ্ব যখন করোনাকালীন সময়ে উন্নয়ন কাজ বন্ধ ছিল, কিন্তু বিশ্ব অবাক চোখে তাকিয়েছে বাংলাদেশে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেলের মত গৃহিত মেগা প্রকল্প গুলোর কাজ অনেক দূর এগিয়ে গেছে।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, অতিরিক্ত সচিব হান্নান মিয়া, প্রকল্প পরিচালক মাহমুদ কবির, নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.এ মালেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মাধ্যমিক শিক্ষা ফেরদৌস হোসেন, বারশত ইউনিয়নের চেয়ারম্যান এম.এ কাইয়ূম শাহ্‌সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা।
পারকির পরিদর্শনকালে যোগাযোগ ব্যবস্থার কারণে ঠিকাদারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি পরিবহনে অসুবিধার কারণে দীর্ঘদিন উন্নয়ন কাজ বন্ধ থাকায় দ্রুত কাজ শুরু করার লক্ষ্যে পারকি ব্রিজের রেলিং তুলে দেওয়ার বিষয়ে যৌথ সিদ্ধান্ত গৃহিত হয়। পরে প্রতিমন্ত্রী পারকির সৈকতের নানান দিক ঘুরে দেখেন।

পূর্ববর্তী নিবন্ধদুই মাস পর একদিনে শনাক্ত রোগী ছাড়াল হাজারের বেশি
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ১২৭