প্যাসিফিক জিন্স গ্রুপের বন্ধ ৭ কারখানা খুলছে কাল

আজাদী প্রতিবেদন | বুধবার , ২২ অক্টোবর, ২০২৫ at ৮:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকায় পোশাক রপ্তানি খাতের প্যাসিফিক জিন্স গ্রুপের বন্ধ থাকা কারখানাগুলো আগামীকাল বৃহস্পতিবার থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক পক্ষ।

গতকাল প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত পৃথক বিবৃতিতে সাতটি প্রতিষ্ঠান খুলে দেয়ার কথা বলা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো প্যাসিফিক জিন্স, জিন্স ২০০০, ইউনিভার্সেল জিন্স, এনএইচটি ফ্যাশন, প্যাসিফিক এক্সেসরিজ, প্যাসিফিক ওয়ার্কওয়্যার ও প্যাসিফিক অ্যাটায়ার্স। এর মধ্যে প্যাসিফিক জিন্সের ইউনিট দুটি ও ইউনিভার্সেল জিন্সের ইউনিট চারটি।

বিবৃতিতে বলা হয়েছে, সামপ্রতিক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন ২০১৯ এর ধারা ১২() অনুযায়ী বিগত ১৬ অক্টোবর হতে কারখানার সকল কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করে। বর্তমানে, সার্বিক পরিস্থিতির উন্নতি হওয়ায় এবং কারখানা খোলার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় কর্তৃপক্ষ আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে কারখানা পুনরায় খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণকে নির্ধারিত তারিখ ও সময়ে নিজ নিজ বিভাগে উপস্থিত থেকে কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় নির্বিঘ্নভাবে পরিচালনায় সহায়তা করার জন্য আহ্বান করা হল।

পূর্ববর্তী নিবন্ধফুট ওভারব্রিজ থেকে সাইনবোর্ড উচ্ছেদ
পরবর্তী নিবন্ধজাতীয় নিরাপদ সড়ক দিবস আজ