প্যারেড চলাকালে অজ্ঞান হয়ে গেলেন তিন ব্রিটিশ সেনা

| সোমবার , ১২ জুন, ২০২৩ at ৫:১৯ পূর্বাহ্ণ

রাজা চার্লসের জন্মদিনকে সামনে রেখে রিহার্সেল প্যারেডের আয়োজন করে ব্রিটিশ সেনাবাহিনী। সেখানে প্যারেড চলাকালে প্রিন্স উইলিয়ামের সামনেই অন্তত তিন সেনা অজ্ঞান হয়ে যান। ৩০ ডিগ্রি তাপমাত্রার মধ্যেই নানা ধরনের উইলের পোশাক পরা ছিল তারা। খবর এনডিটিভির। ঘটনার পর প্রিন্স উইলিয়াম এক টুইট বার্তায় জানিয়েছেন, প্রচণ্ড গরমের মধ্যে যারা রিহার্সেল প্যারেডে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সবাই ভালো একটা কাজ করেছে। অন্য এক টুইট বার্তায় তিনি বলেন, পরিস্থিতির মধ্যে যারা একটি অনুষ্ঠানকে সফল করতে কঠিন পরিশ্রম ও প্রস্তুতি নিয়েছে সব ক্রেডিট তাদের। যারা অজ্ঞান হয়ে পড়ে যান তারা আবার উঠে প্যারেড চালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে চিকিৎসকরা তাদের সাহায্যে এগিয়ে আসে। এদিকে যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা এজেন্সি দক্ষিণ ইংল্যান্ডে গরম আবহাওয়ার সতর্কতা জারি করেছে। জানা গেছে, রাজার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে প্রতি জুনে সামরিক প্যারেড অনুষ্ঠিত হয়। রাজা চার্লস তৃতীয় আগামী ১৭ জুন অনুষ্ঠানটি উপভোগ করবেন।

পূর্ববর্তী নিবন্ধ২৮৬টি পণ্য আমদানিতে বিধিনিষেধ তুলে নিল শ্রীলঙ্কা
পরবর্তী নিবন্ধঅভিযোগ ‘হাস্যকর ও ভিত্তিহীন’: ট্রাম্প