প্যারিসে মোনাসিলার দিকে স্যুপ ছুড়ে প্রতিবাদ

| সোমবার , ২৯ জানুয়ারি, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে ফ্রান্সের প্যারিসে ল্যুভর মিউজিয়ামে থাকা বিখ্যাত চিত্রকর্ম মোনালিসার গায়ে স্যুপ ছুড়ে প্রতিবাদ জানিয়েছেন দুই নারী। ষোড়শ শতাব্দীর শুরু দিকে লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা মোনাসিল বিশ্বখ্যাত চিত্রকর্মগুলোর অন্যতম। ল্যুভর মিউজিয়ামে বুলেট প্রুফ স্বচ্ছ কাঁচের দেয়ালের পেছনে ছবিটি রাখা। তাই ছুড়ে দেওয়া স্যুপ সেটির ক্ষতি করতে পারেনি বলেই আশা করা হচ্ছে। বিবিসি জানায়, এই ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দুই নারী বিক্ষোভকারী মোনালিসার সামনে গিয়ে হাতে থাকা স্যুপের কাপ থেকে সেটির দিকে স্যুপ ছুড়ে মারছেন। খবর বিডিনিউজের।

এরপর তারা সামনের নিরাপত্তা ব্যারিকেড পেরিয়ে ভেতরে ঢুকে স্লোগান দিতে থাকেন। তাদের একজনের গায়ে ফুড রেসপন্স লেখা টিশার্ট দেখা গেছে। তারা স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে স্বাস্থ্যকর এবং টেকসই খাদ্য ব্যবস্থার অধিকার নিশ্চিত করার দাবি জানান। বলেন, আমাদের কৃষি ব্যবস্থা অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্লোগানের মধ্যেই মিউজিয়ামের নিরাপত্তাকর্মীরা তাদের সামনে কালো পর্দা টেনে দাঁড় করিয়ে দেন এবং কক্ষটি থেকে দর্শনার্থীদের বের করে দেন।

সমপ্রতি প্যারিসে নানা কারণে লোকজনকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যাচ্ছে। বিক্ষোভকারীরা জ্বালানির দাম কমাতে এবং নিয়মকানুন শিথিল করার দাবিতে প্রতিবাদ করছে। গত শুক্রবারও বিক্ষোভকারীরা প্যারিসে ঢোকার এবং বের হওয়ার গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক আটকে বিক্ষোভ করে। ১৯৫০ এর দশকের শুরুর দিকে এক দর্শনার্থী এসিড ছুঁড়ে মোনালিসা চিত্রকর্মটি নষ্ট করার চেষ্টা করেছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমায়ামি থেকে যাত্রা করেছে বিশ্বের বৃহত্তম প্রমোদতরী
পরবর্তী নিবন্ধ২০ বছর আগের চেয়ে এখন বেশি চাঙ্গা অনুভব করছি : ট্রাম্প