প্যারিসে বিনিয়োগ সামিটে সিএমসিসিআই ভাইস প্রেসিডেন্ট রাসেল মাহমুদের যোগদান

| বৃহস্পতিবার , ২৬ অক্টোবর, ২০২৩ at ১০:৫২ পূর্বাহ্ণ

প্যারিসে তিনদিনব্যাপী রাইজ অব বেঙ্গল টাইগার শীর্ষক বাংলাদেশফ্রান্স ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিয়েছেন চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) ভাইস প্রেসিডেন্ট ওয়াহিদ রায়হান ইফতেখার মাহমুদ রাসেল। তিনি গত ২৩ অক্টোবর সামিটের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন।

গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিজিএফ কনফারেন্স ভেন্যু প্ল্যানারি হলে ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন। সম্মেলনে যোগ দেন রাসেল মাহমুদ। একইসাথে বাংলাদেশফ্রান্স বাণিজ্য এবং বিনিয়োগ শীর্ষ সম্মেলনে যোগ দেন তিনি। আজ বিকেলে বেলজিয়ামে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সংবর্ধনায়ও অংশ নেবেন রাসেল মাহমুদ। এছাড়া ৩০ অক্টোবর বার্লিনে বাংলাদেশজার্মানি বাণিজ্য এবং বিনিয়োগ সামিটে, ১ নভেম্বর ফ্রাঙ্কফুর্টে বিনিয়োগ ফ্ল্যাশ মব এবং ৩ নভেম্বর বেলজিয়ামের হোটেল স্টেজেনবার্গার আইকনে বাংলাদেশ ও ইইউ দেশগুলোর মধ্যে বাণিজ্যের সম্ভাবনা এবং বিনিয়োগ শীর্ষক সেমিনারে অংশ নেবেন তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪৪২ বোতল ফেন্সিডিল উদ্ধারের মামলায় ট্রাকচালকের যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধআব্দুস সবুর খান ছিলেন পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব