প্যারিসে ফ্রান্স ও মরক্কো সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক | সোমবার , ১২ ডিসেম্বর, ২০২২ at ৭:২০ পূর্বাহ্ণ

বিশ্বকাপে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স ও মরক্কো। সে আনন্দ উদযাপনে প্যারিসে জড়ো হয়েছিলেন ফ্রান্স ও মরক্কোর ফুটবল ভক্তরা। তবে সেখানে এক পর্যায়ে পুলিশের সঙ্গে মারামারি বেঁধে যায় তাদের। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ছুড়তে হয় পুলিশকে। তৃতীয় কোয়ার্টারফাইনালে গত শনিবার পর্তুগালকে হারিয়ে প্রথমবারের মতো শেষ চারের টিকেট পায় মরক্কো।

এরপর থেকেই ফ্রান্সের রাস্তায় স্লোগান দিয়ে, পতাকা নেড়ে ও গাড়ির হর্ন বাজিয়ে উদযাপনে যোগ দেন আফ্রিকার দেশটির হাজারো সমর্থক। ওই সময়ে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। চতুর্থ কোয়ার্টারফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর মরক্কো ভক্তদের সঙ্গে যোগ দেন ফ্রান্সের সমর্থকরাও। এরপর পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

লোকজনকে দোকান ভাঙচুর ও পুলিশের সঙ্গে মারামারি করতে দেখা গেছে। কিছু কিছু জায়গায় আগুনও জ্বলতে দেখা গেছে। আগামীকাল বুধবার ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।

পূর্ববর্তী নিবন্ধআবারও স্থলমাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধমরক্কোকে সবাই কেন ভালোবাসছে