প্যানেল মেয়র আবদুস সবুর লিটনকে সম্মাননা প্রদান

| মঙ্গলবার , ১ জুন, ২০২১ at ১২:৩৩ অপরাহ্ণ

২৫নং রামপুর ওয়ার্ড কার্যালয়ে ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল সোমবার চসিকের ১নং প্যানেল মেয়র আবদুস সবুর লিটনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবু মুছা কাদেরী, চট্টগ্রাম ডেকোরেশন দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সাজেদুল আলম চৌধুরী মিলটন, জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান মাওলানা রেজাউল করিম তালুকদার, প্রভাষক মাওলানা আবদুল হাই আলকাদেরী, মাওলানা জাহাঙ্গীর আলম আলকাদেরী উপস্থিত ছিলেন।
সম্মাননা ক্রেস্ট গ্রহণকালে প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, ইমাম শেরে বাংলা (রহঃ) সুন্নী ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাকে যে সম্মান দেখিয়েছেন তা অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। কারণ আল্লামা গাজী শেরে বাংলা (রহ.) যে আজীবন সুন্নীয়ত প্রতিষ্ঠায় কাজ করে গেছেন তা সমাজের প্রতিটি স্তরে বাস্তবায়নে ইমাম শেরে বাংলা (রহ.) সুন্নী ফাউন্ডেশন যে কোন কার্যক্রমে যে কোন সময় আমাকে আহ্বান করলে আমি অবশ্যই সাধ্যমত অংশগ্রহণ করতে চেষ্টা করব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্রেস্ট ফিডিং রুম চালু করেছে ইনার হুইল ক্লাব অব গ্রিন হিলস্‌
পরবর্তী নিবন্ধছন্দ কবিতার শরীরে গতি আনলেও শব্দই তাকে করে তোলে মোহময়