পৌষের শেষ দিন। সকাল থেকে সূর্যের দেখা নেই। দুপুর হতেই দিনের আলো বাড়ার সাথে নগরীর বিভিন্ন এলাকায় শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সাথে জানান দেয় মাঘের হাঁড়কাপানো শীতের আগমনি বার্তা।
গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীতে এমন চিত্র দেখা যায়। তবে আজ শনিবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস। সূত্র জানিয়েছে, লোকাল ডেভলেপমেন্টের কারণে অতিরিক্ত মেঘের সৃষ্টি হয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এদিন দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।