পৌরসভায় সিইও নিয়োগে মেয়রদের মর্যাদা বৃদ্ধি পাবে :স্থানীয় সরকার মন্ত্রী

| বুধবার , ১৩ অক্টোবর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

পৌরসভাগুলোতে প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ করার মাধ্যমে মেয়রদের মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। খবর বাসসের।
গতকাল মঙ্গলবার পটুয়াখালী সফরকালে জেলা পরিষদ বাস্তবায়িত ‘শেখ রাসেল শিশু পার্ক’ উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মো. তাজুল ইসলাম আরো জানান, অনেকে অভিযোগ করেন যে, পৌরসভায় সিইও নিয়োগ দেয়ায় মেয়রদের সম্মানহানি করা হয়েছে। কিন্তু সিইও নিয়োগের মাধ্যমে সম্মানহানি নয় মেয়রদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত হবে। মেয়রদের সকল ক্ষেত্রে সহযোগিতা প্রদান এবং মন্ত্রণালয়ের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতেই সিইও নিয়োগ দেয়া হয়েছে। কাউকে ছোট করার জন্য এটা করা হয়নি।
তিনি আরো বলেন, যে সকল পৌরসভায় ইতোমধ্যে প্রধান নিবার্হী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে সেগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে আগের তুলনায় পৌরসভার আয় অনেক বৃদ্ধি পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঈদে মিলাদুন্নবীর জশনে জুলুস ২০ অক্টোবর
পরবর্তী নিবন্ধরেলওয়ে পূর্বাঞ্চলের দুটি শীর্ষ পদে রদবদল