পোড়ানো হলো হালদা থেকে উদ্ধার সাড়ে ৪ লাখ টাকার কারেন্ট জাল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৪৪ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হাটহাজারীর হালদা নদী থেকে জব্দ করা ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের রামদাস মুন্সির হাটের হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্প সংলগ্ন হালদা নদীর পাড়ে জালগুলো আগুনে পুড়ানো হয়। এর আগে একইদিন দুপুরের দিকে হালদা নদীর মোহনায় অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। জানাযায়, নৌ পুলিশ সুপার চট্টগ্রামের নির্দেশনায় সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান ও হালদা অস্থায়ী নৌ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) রমজান আলী ও সঙ্গীয় ফোর্স নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জালগুলো জব্দ করেন। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মু.আবদুল্লাহ আল মুমিন এর মৌখিক নির্দেশনায় নৌ পুলিশের ওসি মো.মিজানুর রহমানের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন নদী পরিব্রাজক দল চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো. মুজিবুল হকসহ স্থানীয়রা।

ুঅভিযানে নেতৃত্বদানকারী সদরঘাট নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, আগুনে পুড়িয়ে ধ্বংস করা জালগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় সাড়ে চার লক্ষ টাকা।

পূর্ববর্তী নিবন্ধসিপিবি দক্ষিণ জেলার সম্মেলন
পরবর্তী নিবন্ধবাংলাদেশের প্রতিনিধিত্ব করল সিভাসু