পোস্টার লাগানো নিয়ে টাইগারপাসে দুই পক্ষের মারামারি

| শুক্রবার , ৪ এপ্রিল, ২০২৫ at ১১:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস পুলিশ ফাঁড়ির সামনে পোস্টার লাগানো নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যায় সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলো-কোতোয়ালী থানার টাইগারপাস এলাকার পলোগ্রাউন্ড এলাকার মো. হোসেনের ছেলে মো. বিপ্লব (৩১) ও নূর নবী (২৬), টাইগার পাস রেলওয়ে রেলওয়ে কলোনীর জয়নাল আবেদীনের ছেলে খায়বার আলী (২৮) ও পলোগ্রাউন্ড মেস কোয়ার্টারের আবদুস সোবহানের ছেলে মো. সাইফুল (৩০)।

তবে একটি সূত্র বলছে, রেলওয়ে কলোনীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি পক্ষের এই সংঘর্ষ। ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের ২ নম্বর ওয়ার্ডে পাঠান।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, পোস্টার লাগানোকে কেন্দ্র করে টাইগার পাস পুলিশ ফাঁড়ির সামনে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছে শুনেছি।

দুই পক্ষ থানায় অভিযোগ জানিয়েছে বলে জানান তিনি।বিষয়টি ক্ষতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।তবে আধিপত্য বিস্তারের ও কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা জানতে চাইলে বিষয়টি সম্পর্কে খতিয়ে দেখবেন জানান।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের প্রবীণ সাংবাদিক জামাল উদ্দিন মারা গেছেন