তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা করার দাবি জানিয়ে সমাবেশ ও র্যালি করেছে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। ২৩ হাজার টাকা নূন্যতম মজুরির দাবিতে সমাবেশ ও র্যালির ব্যানারে গতকাল শুক্রবার বায়েজিদ ও চান্দগাঁও অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা এই দাবি জানান। এতে সভাপতিত্ব করেন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার। সঞ্চালনা করেন সংগঠনের সহ–সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন।
সমাবেশে শ্রমিকনেতারা বলেন, ২০১৮ সালে বাজার পরিস্থিতি ও শ্রমিক পক্ষের দাবি উপেক্ষা করে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়। কিন্তু বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি ও ঘর ভাড়া, চিকিৎসাসহ যাবতীয় খরচ বৃদ্ধির ফলে পূর্বের নির্ধারিত ৮ হাজার টাকা নূন্যতম মজুরি দিয়ে শ্রমিকের জীবনযাপন করা কষ্টকর হয়ে পড়েছে। সেই হিসেবে বর্তমান সময়ের সাথে সামঞ্জস্য রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা যুক্তিসঙ্গত। তাই অতিশীঘ্রই তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম বেতন ২৩ হাজার টাকা ঘোষণা করা জরুরি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, সারওয়ার হোসেন, মামুনুর রশীদ, তোফায়েল হোসেন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।