পোশাক শ্রমিকদের অর্থ দিয়ে গঠিত হয় এই ফান্ড

সাদাকা ফান্ডের ৪র্থ বার্ষিক সম্মেলন

| বৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর, ২০২৪ at ৮:৩৮ পূর্বাহ্ণ

সমাজের গরিব ও অসহায় মানুষের সেবায় নিয়োজিত সাদাকা ফান্ডের ৪র্থ বার্ষিক সম্মেলন নগরীর স্টিল মিল বাজার সংলগ্ন খেজুরতলা সাগর পাড়ে অনুষ্ঠিত হয়। ফান্ডের সভাপতি মো. আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর। সভায় সংস্থার বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক মো. আহসান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ আলী শিকদার, চট্টগ্রাম ইউনানী মেডিকেল কলেজের প্রভাষক হাকীম মোহাম্মদ সেলিম রেজা ও সংগঠনের উপদেষ্টা মো. মাজেদুল হক প্রমুখ।

সভাপতি মো. আশরাফুজ্জামান বলেন, কর্ণফুলী ইপিজেডে অবস্থিত বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৮০০ জন পোশাক শ্রমিকদের স্বেচ্ছা প্রদত্ত অর্থ দিয়ে গঠিত হয় সাদাকা ফান্ড। এ ফান্ডের অর্থ দিয়ে অসহায় ও দুস্থ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা ও গৃহহীন মানুষের গৃহ নির্মাণে সহায়তা করে থাকে।

প্রধান অতিথি শহর সমাজসেবা অফিসার মোহাম্মদ আলমগীর তাঁর বক্তব্যে বলেন, সাদাকা ফান্ডের মানবিক উদ্যোগ ও কার্যক্রম সমূহ সমাজের অন্যদের জন্য অনুকরনীয়। অনুষ্ঠানে একজন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত গরীব রোগীর হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেয়া হয় ও একজন গৃহহীন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির জন্য গৃহের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীরা পেল বৃত্তি, কৃষকরা বীজ
পরবর্তী নিবন্ধকালচারাল ফাউন্ডেশন চট্টগ্রামের ৫ম ইসলামিক কনফারেন্স