পোশাক শ্রমিকদের অন্যরকম একদিন

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩০ জুন, ২০২২ at ১০:২০ পূর্বাহ্ণ

পদ্মা সেতুর উদ্বোধনের সাথে আম উৎসব যুক্ত হয়ে গতকাল সোমবার দিনটি একটু অন্যরকম ছিল নগরীর নাসিরাবাদস্থ ইন্ডিপেন্ডেন্ট অ্যাপারেলস নামের কারখানার শ্রমিকদের কাছে। এই কারখানায় কর্মরত পদ্মার ওপারের দক্ষিণ বাংলার দুই শতাধিক গার্মেন্টস শ্রমিকের উচ্ছ্বাসটি ছিল চোখে পড়ার মতো।

নগরীর নাসিরাবাদস্থ তৈরি পোশাক কারখানায় প্রতি বছরই আম উৎসব হয়। কারখানার মালিক এস এম আবু তৈয়ব বাগান থেকে আম কিনে এনে কারখানার শ্রমিকদের মাঝে বিতরণ করেন। প্রতিজন শ্রমিককেই নির্দিষ্ট পরিমাণে আম দেয়া হয়। এবারও একইভাবে বাগান থেকে এক ট্রাক আম আনা হয়।

কারখানার প্রায় দুই হাজার শ্রমিকের প্রত্যেককেই তিন কেজি করে আম দেয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু পদ্মার ওপারের শ্রমিকসহ কারখানার শ্রমিকেরা পদ্মা সেতু উদ্বোধনকে স্মরণীয় করতে উৎসবকে ‘এবারের আম পদ্মা সেতুর নাম’ দেয়া হয়। পোশাক কর্মীদের আম ও পদ্মা সেতু উৎসবকে ভিন্ন আমেজ দেন শ্রমিকেরা। তারা আম নিয়ে ঘরে ফিরেছেন, সাথে পদ্মা পাড়ের বিড়ম্বনা মুক্তির আনন্দও।

পূর্ববর্তী নিবন্ধহোটেল মুন স্টারকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধনাজিরহাট হাইওয়ে পুলিশের গাড়ি আটকে প্রতিবাদ