সীতাকুণ্ড থানায় পোশাক শ্রমিককে গণধর্ষণ মামলার প্রধান আসামি আব্দুল আলীম লিংকনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব চট্টগ্রাম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার রাত পৌনে ১টার দিকে সীতাকুণ্ড থানার বোয়ালিয়াকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত লিংকন একই থানার বাঁশবাড়িয়া এলাকার খাইরুল বশরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর এক পোশাক শ্রমিক কারখানায় রাতে কাজ শেষে ফ্যাক্টরির নিজস্ব গাড়িতে করে বাঁশবাড়িয়া বাজারে এসে নামেন। বাজার থেকে পায়ে হেঁটে তার বাবার বাড়ি যাওয়ার পথে মো. আব্দুল আলী লিংকন গার্মেন্টস শ্রমিককে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে তার সঙ্গে থাকা প্রাইভেটকারে তোলে। পরবর্তীতে তার বাড়িতে না নিয়ে তাকে বাঁশবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াকুল প্রজেক্টে নিয়ে যায়। সেখানে লিংকন, হান্নান এবং মো.জাহিদ গার্মেন্টস শ্রমিককে গণধর্ষণ করে। এই ব্যাপারে গত ২৫ নভেম্বর সীতাকুণ্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।
র্যাব জানান, জিজ্ঞাসাবাদে লিংকন ধর্ষণের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় আরো ৪টি মামলা রয়েছে।












