বিকেএমইএ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও মেরী স্টোপস বাংলাদেশের যৌথ উদ্যোগে গার্মেন্টস শিল্পে কর্মরত ব্যবস্থাপক, মেডিকেল অফিসার, নার্স ও প্যারামেডিক্সদের পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকেএমইএ চট্টগ্রাম কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক (অর্থ) ও লাইন ডাইরেক্টর আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিকেএমইএর পরিচালক মীর্জা আকবর আলী চৌধুরী ও গাজী মো. শহিদুল্লাহ। প্রধান অতিথি বলেন, গার্মেন্টস সেক্টরে টেকসই পরিবর্তন আনতে সরকারি- বেসরকারী সংস্থা সমূহ ও এসোসিয়েশনকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বিকেএমইএর পরিচালক বলেন, বিকেএমইএ শ্রমিকদের স্বাস্থ্যগত ও সামাজিক নিরাপত্তা বিষয়ে সবসময়ে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকে। পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপপরিচালক সুব্রত কুমার চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাবিবুর রহমান, নিয়াজুর রহমান, ডা. ছেহেলী নার্গিস, রোকন উদ্দিন, ইন্দ্রানী দেবনাথ, আলতাফ উদ্দিন প্রমুখ। দুই দিনব্যাপী কর্মশালায় বিকেএমইএর সার্বিক তত্ত্বাবধানে এই প্রকল্পের আওতায় নীটওয়্যার শিল্প কারখানায় অনিরাপদ গর্ভধারণ ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে কারখানাতে কর্মরত বিবাহিত মহিলা শ্রমিকদের সম্পূর্ণ বিনামূল্যে পরিবার পরিকল্পনার সকল পণ্য সামগ্রী প্রদান করা হয়। এরই প্রেক্ষিতে স্ব স্ব কারখানায় সেবা প্রদানের নিমিত্তে দায়িত্ব প্রাপ্ত ডাক্তার, নার্স, প্যারামেডিঙ এবং কারখানার ব্যবস্থাপকদের পরিবার পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।