পোশাক শিল্পের কার্যক্রম সহজীকরণে নেয়া হবে পদক্ষেপ

বিজিএমইএ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে ইপিবি মহাপরিচালক

আজাদী প্রতিবেদন | রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ৫:৫৮ পূর্বাহ্ণ

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক বেবী রানী কর্মকার জাতীয় আর্থসমাজিক উন্নয়নসহ কর্মসংস্থানে পোশাক শিল্পের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি বলেছেন, বর্তমান সংকটকালীন পরিস্থিতি বিবেচনায় ইপিবি সংশ্লিষ্ট পোশাক শিল্পের কার্যক্রম গতিশীল ও সহজীকরণ করার ব্যাপারে কাজ করবে। রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার স্বার্থে রপ্তানিবান্ধব নীতিমালা প্রণয়নে ইপিবি বিজিএমইএসহ সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে সমন্বিত কার্যক্রম পরিচালনা করবে। তিনি দক্ষ মানব সম্পদ উন্নয়নে চট্টগ্রামে ইপিবির বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে পোশাক শিল্পের মালিক ও কর্মকর্তাদের অংশগ্রহণেরও আহ্বান জানান।

গতকাল শনিবার চট্টগ্রামের রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) কার্যালয়ে বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বৈঠককালে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার এসব কথা বলেন। বৈঠকে বিজিএমইএর পরিচালক এ এম শফিউল করিম খোকন, বিজিএমইএর সদস্য রাকিব আল নাছের, বিকেএমইএর পরিচালক মো. শামসুল আজম, শাহাজাদা ফৌজুল ইমরান খানসহ বিজিএমইএ ও বিকেএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইপিবির পরিচালক টেক্সটাইল মাহমুদুল হাসান, ইপিবি চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক শারমিন আক্তারসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ’র প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, চলমান বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে আমাদের অর্থনীতি ও শিল্প সেক্টরে। বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও চলমান ২০২৩২০২৪ অর্থবছরের লক্ষ্যমাত্রা ৫২.২৭ বিলিয়ন মার্কিন ডলারসহ ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলারের রপ্তানির লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে রপ্তানিকারকগণ আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পোশাক শিল্পের কার্যক্রম ফ্যাশন এবং সময় নির্ভর, রপ্তানির সক্ষমতা বৃদ্ধিতে এই শিল্প বিশ্বের বিভিন্ন দেশে নতুন উচ্চ মূল্যের পণ্য রপ্তানির লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করছে। এক্ষেত্রে বিশ্বের নতুন নতুন মার্কেট সম্পর্কে হালনাগাদ তথ্যাদি সরবরাহ করা এবং রপ্তানি বান্ধব নীতিমালা প্রণয়নে সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, চট্টগ্রামকে ব্যবসায়িক হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কর্তৃক বিভিন্ন মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। ফলশ্রুতিতে ইপিবি সংশ্লিষ্ট কার্যক্রম যথাক্রমে নিবন্ধন ও নবায়নসহ রেক্স’র আওতায় নিবন্ধন ও সংশোধন, জিএসপি, সাফ্‌টা সার্টিফিকেট ইস্যু ইত্যাদি কার্যক্রম সহজীকরণ ও দ্রুত সম্পাদনে রপ্তানি উন্নয়ন ব্যুরো চট্টগ্রাম কার্যালয়কে ক্ষমতায়ন করা জরুরি। পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে পোশাক শিল্পের মিড লেবেল কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ প্রদান গুরুত্বপূর্ণ।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় তিন জনকে ৮ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধআন্দোলনের নামে নাশকতা রুখতে নেতা-কর্মীদের রাজপথে থাকতে হবে