আসন্ন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নির্বাচনে ‘ফোরাম’ প্যানেলের ৩৫ জনকে জয়ী করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির বর্তমান সভাপতি ড. রুবানা হক। গত মঙ্গলবার রাতে নগরীর টাইগারপাস এলাকার নেভি কনভেনশন সেন্টারে আয়োজিত পিঠা উৎসব ও নৈশভোজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ড. রুবানা হক বলেন, পোশাক শিল্পের এখন যে অবস্থা আমরা জানি না পশ্চিমা দেশগুলোতে বাজার আবার প্রসারিত হবে, নাকি একেবারে বন্ধ হয়ে যাবে। গত বছরের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পোশাক খাতের রপ্তানি কমেছে ১৬ দশমিক ৯৪ শতাংশ। এরমধ্যে আবার গড় মূল্য কমেছে ৫ শতাংশ। ফোরামের প্যানেল প্রসঙ্গে তিনি বলেন, আমরা আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে প্যানেল চূড়ান্ত করে ফেলবো, এ ফোরামের প্রতিটি সদস্য গতিশীল। আবার আপনি যদি ভোট দিয়ে ফোরামের প্যানেল সদস্যদের নির্বাচন করেন তাহলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কাজের ধারাবাহিকতা রক্ষা করবো।
ফোরামের প্যানেল লিডার এবিএম শামসুদ্দিন বলেন, বিজিএমইএ সেবা দেয়ার একটি সংস্থা। ফোরামের কোন সদস্য কোন ব্যক্তিগত উদ্দেশে এই সংস্থাটি ব্যবহার করবেন না।
ফোরাম চট্টগ্রামের সভাপতি কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক ও বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মো. আবদুস সালাম, বিজিএমইএ’র সিনিয়র সহ সভাপতি ফয়সাল সামাদ, সহ-সভাপতি আবদুর রহিম ফিরোজ, ফোরামের সাধারণ সম্পাদক আসিফ ইব্রাহিম, বিজিএমইএ চট্টগ্রামের পরিচালক এনামুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আতিক, খন্দকার বেলায়েত প্রমুখ।