পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সমস্যা সমাধানের আহ্বান

কাস্টমস কমিশনারের সাথে বিজিএমইএ নেতৃবৃন্দের মতবিনিময়

আজাদী প্রতিবেদন | বুধবার , ৮ ডিসেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

তৈর পোশাক শিল্পের আমদানি রপ্তানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনারের সাথে মতবিনিময় করেছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা। গতকাল চট্টগ্রাম কাস্টম হউসের কমিশনার ফখরুল আলমের দপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, বর্তমানে রপ্তানি আদেশ ক্রমন্বয়ে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের জাতীয় অর্থনীতির জন্য অত্যন্ত ইতিবাচক। এ সকল রপ্তানি আদেশগুলো যথাসময়ে বাস্তবায়নের ক্ষেত্রে চট্টগ্রাম কাস্টমসের বিরাট ভূমিকা রয়েছে।
সৈয়দ নজরুল ইসলাম পোশাক শিল্পের আমদানি-রপ্তানি সম্পর্কিত সমস্যাগুলোর মধ্যে পণ্য চালান রপ্তানিতে জটিলতা নিরসন, শর্ট শিপমেন্ট সংক্রান্ত তথ্য এ্যাসাইকুডা ওয়ার্ল্ডে হাল-নাগাদকরণ, রপ্তানিতে শিপিং বিলে অনিচ্ছাকৃত ভুলত্রুটি সংশোধন, আমদানি শুল্কায়নে এইচএস কোড সংক্রান্ত জটিলতা নিরসন, পণ্য চালানে খালাসে ফাস্ট এপ্রেইজমেন্ট প্রদান বন্ধ করা, বন্দর জেটিতে পণ্য চালান পরীক্ষণে জটিলতা পরিহার, জাল জালিয়াতি রোধে পোশাক শিল্প প্রতিষ্ঠানের মনোনিত সিএন্ডএফ এজেন্টদের তালিকা এ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতিতে সংযোজনসহ বিভিন্ন বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য কাস্টমস কমিশনারের প্রতি অনুরোধ করেন।
সভায় চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম বলেন, জাতীয় রপ্তানি ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। তিনি পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য চালান খালাস ও রপ্তানি কার্যক্রম দ্রুততার সাথে সম্পাদনে কাস্টমস বিধি বিধান মোতাবেক প্রযোজ্য দলিলাদি উপস্থাপনের উপর গুরুত্বারোপ করেন। পোশাক শিল্পের আমদানি রপ্তানি সংক্রান্ত বিরাজমান সমস্যাসমূহ পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সূরাহাসহ রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে কাস্টমসের সর্বাত্মাক সহযোগিতা করা হবে মর্মে আশ্বাস প্রদান করেন।
সভায় আরো বক্তব্য রাখেন, বিজিএমইএ’র সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, সাবেক পরিচালক ও কাস্টম বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান অঞ্জন শেখর দাশ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ’র পরিচালক এএম শফিউল করিম খোকন, এম আহসানুল হক, সাবেক পরিচালক আমজাদ হোসেন চৌধুরী ও বিজিএমইএ’র সদস্য রাকিব আল নাছের প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিষিদ্ধ পলিথিন পাওয়ায় দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধচুয়েটে বিভিন্ন উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন