পোশাক রপ্তানি বাড়াতে বিকেএমইএ বিজিএমইএকে একসঙ্গে কাজ করতে হবে

চট্টগ্রামে প্যানেল পরিচিতি অনুষ্ঠানে মোহাম্মদ হাতেম

| বুধবার , ৭ মে, ২০২৫ at ৮:০৬ পূর্বাহ্ণ

দেশের পোশাক রপ্তানি বাড়াতে বিকেএমইএ ও বিজিএমইএকে একসঙ্গে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রোগ্রেসিভ নিট এলায়েন্সের প্যানের লিডার মোহাম্মদ হাতেম। গত ৫ মে সন্ধ্যায় রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন উপলক্ষে প্রোগ্রেসিভ নিট এলায়েন্সের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মোহাম্মদ হাতেম বলেন, গ্যাস সংকট কারণে নিট পোশাক শিল্প আজ চরম বিপর্যয়ে। গ্যাস সংকটের কারণে চালু করা যাচ্ছে না শিল্প কারখানার মেশিনারিজ। এসব সমস্যা দূর করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের সাথে বসে কথা বলতে হবে, নইলে এ সমস্যার সমাধান করতে পারব না। দেশের জন্য ও ব্যবসায়ীদের জন্য বিকেএমইএবিজিএমইএকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। এই শিল্পের উন্নয়নে কাজ করতে আগামী ১০ মে আপনারা আমাদের পূর্ণ প্যানেলে (৩৫) ভোট দিবেন। বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান, ইন্ডিপেডেন্ট অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক এস এম আবু তৈয়ব, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ, ক্লিফটন গ্রুপের কর্ণধার এমডিএম মহিউদ্দিন চৌধুরী, সাবেক বিজিএমইএ নেতা সাইফুদ্দিন, প্যাসিফিক জিন্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএপিএমইএ)’র সভাপতি মোহাম্মদ শাহরিয়ার প্রমুখ। এই নির্বাচনে ফোর এইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গাওহার সিরাজ জামিলের নেতৃত্বে চট্টগ্রাম থেকে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অনুষ্ঠানে প্যানেল লিডার মোহাম্মদ হাতেম প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তাঁরা হলেন মোহাম্মদ হাতেম, মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মো. সামসুজ্জামান, অমল পোদ্দার, মো. মোরশেদ সারোয়ার, মোহাম্মদ রাশেদ, আশিকুর রহমান, মো. জামাল উদ্দিন মিয়া, খন্দকার সাইফুল ইসলাম, রতন কুমার সাহা, নন্দ দুলাল সাহা, মো. আব্দুল হান্নান, ইঞ্জিনিয়ার ইমরান কাদের তূর্য, ফকির কামরুজ্জামান নাহিদ, মোহাম্মদ জাকারিয়া ওয়াহিদ, মিনহাজুল হক, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন রিপন, মোহাম্মদ নজরুল ইসলাম, গাওহার সিরাজ জামিল, আহমেদ নূর ফয়সাল, মোহাম্মদ শামসুল আজম, ফৌজুল ইমরান খান, মোহাম্মদ সেলিম, আহসান খান চৌধুরী, মো. শাহরিয়ার সাইদ, রাজীব চৌধুরী, মো. মহসিন রাব্বানি, সালাহ উদ্দিন আহমেদ, মো. মনিরুজ্জামান, এম ইসফাক আহসান, মো. মামুনুর রশিদ, রাকিব সোবহান মিয়া, আব্দুল বারেক ও মো. ইয়াসিন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানবিক মূল্যবোধ বজায় রেখে প্রযুক্তি নির্ভর জীবনে এগিয়ে যেতে হবে
পরবর্তী নিবন্ধপিসিআইইউ মিডিয়া ক্লাবের নেতৃত্বে রবিন-প্রান্ত