পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ২

আজাদী প্রতিবেদন | সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:০৬ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে নীট টেক্স সিটিজি নামের পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দুপুরে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় ২ জন শ্রমিক আহত হন। আগ্রাবাদ ফায়ার স্টেশনের স্টাফ অফিসার জসীম উদ্দীন আজাদীকে বলেন, ওই পোশাক কারখানায় দুপুরে বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে ফায়ার সার্ভিসের গাড়ি যাওয়ার আগেই কারখানার নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কেউ দগ্ধ হয়নি। হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামার সময় দুজন আঘাত পেয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ওই কারখানায় প্রায় ৬০০ জন শ্রমিক কাজ করেন। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে।

পূর্ববর্তী নিবন্ধকর্মক্ষেত্রে দুর্ঘটনায় এক বছরে ১০৫৩ শ্রমিকের মৃত্যু
পরবর্তী নিবন্ধ৩ বছর পর মুক্তি পেলেন সৌদি রাজকুমারী